আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। নিউইয়র্কের লাগোর্ডিয়া প্লাজা হোটেলে আগামী ২৬ নভেম্বর এই আয়োজন সম্পন্ন হবে।
সম্প্রতি এলামনাই এসোসিয়েশনের একটি বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। দুপুর ১টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
অনুষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রত্যেকের জন্য ফি দিতে হবে ১০০ ডলার। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে রাতের খাবার বিতরণ করা হবে।
আয়োজক কমিটি জানায়, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর নামে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরকে সেখানে ছবিসহ রেজিস্ট্রেশন করার আহ্বান জানাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।