নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশত বছর উদযাপন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। আগামী ২৬ নভেম্বর শনিবার নিউ ইয়র্কের বিখ্যাত লাগোয়ার্ডিয়া মেরিয়ট প্লাজায় এটি পালনের সিদ্ধান্ত নিয়েছে উদযাপন কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ শিবলী, ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের প্রফেসর এমিরেটাস ড. মোস্তফা সারওয়ার, নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি মোল্লা আবু কাউছার, শতবর্ষ উদযাপন কমিটির চীফ প্যাট্রন ডা. সারোয়ারুল হাছান, প্রধান উপদেষ্টা সৈয়দ টিপু সুলতান।
ইতোমধ্যে শতবর্ষের এই আয়োজনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটি থেকে সাবেক শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করছেন। ইতোমধ্যে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এর সভাপতি সাইদা আকতার লিলি। (www.duaausa.com)-এ গিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন উদযাপন কমিটির সদস্যরা।
শতবর্ষী অনুষ্ঠান সম্পর্কে জানাতে গিয়ে উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ টিপু সুলতান জানান, দিনভর ভিন্নধর্মী সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে আলোচনা, সাস্থ্যবিষয়ক সেমিনার, শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জনসহ এলামানাইদের স্মৃতিচারণমূলক আলোচনা। ২৬ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে আলোচনা। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফেরদৌস আরা, চন্দন চৌধুরীসহ দেশ ও প্রবাসের অনেক শিল্পীবৃন্দ।