Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আলোচিত চিকিৎসক ফেরদৌস খন্দকারের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ২৩ জানুয়ারি ২০২৩

আলোচিত চিকিৎসক ফেরদৌস খন্দকারের বাবার ইন্তেকাল

নিউইয়র্কেও বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের বাবা মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকার ইন্তেকাল করেছেন। ২০ জানুয়ারি বিকেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

২১ জানুয়ারি জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু জাফর বেগ। ডা. ফেরদৌস খন্দকার বলেন, বাবার হাত ধরে ১৯৯১ সালে আমরা আমেরিকায় এসেছিলাম। 

জ্যামাইকা মুসলিম সেন্টারেই বাবার সাথে নামাজ পড়তে আসতাম। বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করুন। বাবার হয়ে তা আমি পরিশোধ করব। 

দীর্ঘদিন মারণব্যধি ক্যান্সারে ভোগার পর ডাক্তার ফেরদৌসের পিতা ফয়েজ খন্দকার মারা গেছেন। আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাঁকে বেহেস্ত নসিব করবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ