Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে রবীন্দ্র উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে রবীন্দ্র উৎসব

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁকে পৌঁছে দিতে আগামী ৬ ও ৭ মে এই উৎসব অনুষ্ঠিত হবে।

২৫ ফেব্রুয়ারি ঢাকার সিরডাপ মিলনায়তনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব ২০২৩-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক জিয়াউদ্দীন আহমেদ।

তিনি জানান, এ উৎসবে উত্তর আমেরিকার তিনটি দেশ-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রবীন্দ্রানুরাগীরা অংশ নেবেন।

নিউইয়র্কের নন্দনকানন বলে পরিচিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের উদ্বোধন করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং শিল্প-ইতিহাসবিদ সুন্দরম ঠাকুরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ