শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান।
আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মকসুদুল হক চৌধুরী।
এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক মিসেস মমতাজ আলো, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, নিউইয়র্ক মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সোরহাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিভিন্ন দাবী দাওয়া সম্বেলিত একটি স্বারকলীপি জাতিসংঘ মহাসচিব বরাবরে প্রেরণ করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।