নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছিলেন সমুদ্র পাড়ের জোছনা উৎসবে। প্রথমবারের মতো এমন একটি উৎসবের আয়োজন করে রবীন্দ্র উৎসব ও লালন উৎসব কমিটি। গত ৩১ জুলাই আটলান্টিক মোহনার রকওয়ে বিচে এই উৎসবের আয়োজনে যুক্ত হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।
ভর পূর্নিমায় তারা সমুদ্র সৈকতে জড়ো হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। উৎসবটি উৎসর্গ করা হয় বাংলা সাহিত্যের নন্দিত লেখক ও কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদকে।
ছিমছাম গোছানো, পরিপাটি ও শৈল্পিক আয়োজনে বক্তৃতার বাহুল্য ছিল না। উৎসবের উদ্বোধন হয়েছে ঢোলক নজরুল ইসলামের ঢোলের বাদ্যে। এরপর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম গান শুরু করেন। তিনিই উৎসবের প্রধান উপদেষ্টা।
এরপরই সেতার শিল্পী মোর্শেদ খান অপু ও প্রখ্যাত তবলাবাদক তপন মোদকের যুগলবন্দি পরিবেশনা উপভোগ করেন সবাই। নীলা ড্যান্স অ্যাকাডেমির খুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে। উৎসবে গিটার বাজিয়ে শোনান রেহানা মতলুব।
কবি বেনজির শিকদারের লেখা পুঁথি পাঠ করেন আনোয়ারুল হক লাভলু, কবিতা আবৃত্তি করেন গোপন সাহাসহ কয়েকজন। এ সময় ভরা পূর্ণিমার গল্প শোনান চিত্রশিল্পী সৈয়দ আজিজুর রহমান তারিফ।
সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, মরিয়ম মারিয়া, রবিন খান, মাহরুফা তৃণা, কানিজ দীপ্তি, সানজানা তাসমীন, সাগ্নিক মজুমদার এবং তুর্য ও আহনাফের সংগীত দল রেন্ডম তালবাহানা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।