নিউইয়র্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট ‘সাস্টিয়ানদের এই মিলন, দূরপ্রবাসে হৃদস্পন্দন’-এই স্লোগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এই আয়োজন করে।
নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে আয়োজিত বনভোজনে নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও তাদের পরিবার পরিজনসহ প্রায় দেড় শতাধিক সদস্য অংশ নেন।
ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিবৃন্দদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান। প্রাকৃতিক সৌর্ন্দযমন্ডিত বেথপেজ স্টেট পার্কের ঈগল প্যাভেলিয়ন যেন এক টুকরো সাস্টে পরিণত হয়।
খেলাধুলার আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন বয়সের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মার্বেল দৌড়, পিলোপাস, পুরুষদের মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা।
পুরস্কার বিতরণের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বদ্যিালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম ও কামাল হোসেন। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাস্ট এলামনাইয়ের সভাপতি বেলায়েত চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জাবেদুর মুনির।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।