Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডসের সঙ্গে ইমামদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩, ২ সেপ্টেম্বর ২০২৩

কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডসের সঙ্গে ইমামদের সাক্ষাৎ

কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশি কমিউনিটির ইমামরা। সম্প্রতি জ্যাকসন হাইটসের মামা পার্টি হলে কমিউনিটি লিডারদের উপস্থিতিতে প্রায় ডজনখানেক ইমাম ওই মতবিনিময়ে অংশ নেন।

বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস ইমামদের স্বাগত জানিয়ে বলেন, আমার অফিসের সেবা আপনাদের মাঝে কীভাবে আরোও বাড়িয়ে দিতে পারি, সে বিষয়ে শুনতে আপনাদেরকে এখানে ডেকেছি। আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আমি ও আমার অফিসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।

পরিচিতি পর্ব শেষে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম বলেন, আমাদের প্রায় সবকিছুই এখানে আছে, শুধুমাত্র প্রয়োজন জ্যাকসন হাইটস এলাকায় একটি ইন্টারফেইথ সেন্টারের। একটিভিষ্ট ফাহাদ সোলাইমান ও এটর্ণী মঈন চৌধুরীও বিষয়টির উপর গুরুত্বারোপ করে বরো প্রেসিডেন্টের নিকট একই প্রশ্ন উত্থাপন করেন।

আল নূর কালচারাল সেন্টারের পরিচলক ইমাম ইসমাঈল তার সেন্টারের জন্য কিভাবে সিটির ফান্ডস পেতে পারেন, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে বরো প্রেসিডেন্ট পরামর্শ প্রদান করেন।

ইমাম ইসমাঈল বরো প্রেসিডেন্টের নিকট একটি ইমাম প্রশিক্ষণ সেন্টার কার্যক্রম শুরুর অনুরোধ জানান। উডসাইডের বাইতুল আতীক জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম শুক্রবারের পার্কিং সমস্যা সমাধানের জন্য বরো প্রেসিডেন্টের নিকট অনুরোধ রাখেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ