নিউইয়র্কের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে ৫ম বাংলাদেশ সম্মেলনের উদ্বোধন হয়েছে। ৯ সেপ্টেম্বর প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ দুদিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ফোবানার নামে প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করা হয়েছে।
‘আমেরিকায় বাংলাদেশিদের বিভক্তির বিভৎস রূপ দেখানোর জন্যই এবার ৬টি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রবাসে এই বিভক্তির মধ্য দিয়ে আমরা কোনো গৌরবের কাজ করছি না।’
৫ম বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান কমিউনিটি বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আবু তালেব চান্দু, সংগীত শিল্পী সেলিম ইব্রাহিম, শাহ মাহবুব, প্রিয়া ডায়েস, সাংবাদিক আদিত্য শাহিন ও কানু দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্যোক্তা ও শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসীদের মধ্যে আমরা কোনো ভেদাভেদ দেখতে চাই না। কোনো রাজনৈতিক দলের নামে এই বাংলাদেশ সম্মেলন নয়। ঐক্যের চেতনা থেকেই আমাদের এই বাংলাদেশ কনভেনশন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।