নিউইয়র্কে সিলেট সদরের দুটি সংগঠন একিভূত হয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। গঠিত হয়েছে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি। গত ৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় কুইন্সের জয়া হলে সিলেট সদরবাসীর সম্মিলিত সমন্বয় সভায় এই আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক এবং আমিনুল চৌধুরী নাসিমকে সদস্য সচিব করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, আশফাক চৌধুরী হেমু, দুরুদ মিয়া রনেল, হুমায়ূন আহমেদ চৌধুরী ও জতির্ময় দত্ত নিশু।
যুগ্ম সদস্য সচিব হয়েছেন মিনহাজ চৌধুরী, জুবায়ের চৌধুরী, সাইফুর খান হারুন ও শাহ সেলিম।
কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদ, সহ কোষাধ্যক্ষ রাজীব খান, সদস্য রানা অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, জেড চৌধুরী জুয়েল, কাদির বক্থ, জয়নাল চৌধুরী, মিসবাহ উদ্দিন, আহমেদ রুশদী বাবু, গুলাগ উসমানী খান, নুরুল হক লাল, হিমেল চৌধুরী, জাবেদ বাবু, নাসের করিম, উত্তম বনিক, আখতার রহমান টিপু, মেহরাজ ফাহমি, ডালিয়া সারওয়ার হ্যাপি, শ্যামল কান্তি চন্দ, জয় দে, সৈয়দ হক মুকুল ও খলিলুর রহমান।
৩৩ সদস্যের এই আহ্বায়ক কমিটির মেয়াদ এক বছর।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।