এনওয়াই গ্লোবাল ট্রাভেলস অ্যান্ড ড্রিম হোম কেয়ারের জ্যামাইকা অফিস উদ্বোধন করা হয়েছে। গত ২০ অক্টোবর জুমার নামাজের পর আড়ম্বর অনুষ্ঠনের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। এতে বিভিন্ন স্তরের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ইসলামিক স্কলার, কমিউনিটি লিডার, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বিশিষ্ট ইন্টারফেইথ লিডার মুহাম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন এনওয়াই গ্লোবাল ট্রাভেলস অ্যান্ড ড্রিম হোম কেয়ারের কর্ণধার মনিরুজ্জামান। দোয়া পরিচালনা করেন মাওলানা আল-আমিন আরাফাত।
মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, হোম কেয়ার ব্যাপারটা যতটা না ব্যবসা, তারচেয়ে বেশি হলো সেবা। আমাদের দুটো উদ্দেশ্য—এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা করা হবে, এর পাশাপাশি এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা আমাদের কমিউনিটির মানুষকে সেবা দিতে চাই।
যারা সেবা নিতে চান, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করবো-বলেন মনিরুজ্জামান।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।