গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউএসএ নামক একটি মানবাধিকার সংগঠন। ০২ নভেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা গাজায় নিরীহ ফিলিস্তিনদের ওপর হামলা বন্ধে অবিলম্বে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
এছাড়া ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ আহমদ লস্কর, সিনিয়র সহ-সভাপতি জনার্দণ চৌধুরী, সহ-সভাপতি মো. ফারুক আহমদ লস্কর, সহ-সভাপতি আলহাজ্ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. কায়সারুজ্জামান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আরিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. ইসহাক মোল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোছাম্মত ফাতেমা খাতুন পলাশসহ আরও অনেকে।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।