কুইন্সের রোজডেলে ইঞ্জিনয়ার আকাশ রহমানের মালিকানাধীন এমোকো গ্যাস ও কনভেনিয়েন্স স্টোরের উদ্বোধন করা হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি কম্যুনিটিতে হোমকেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও ইঞ্জিনয়ার আকাশ রহমানের মালিকানার স্টেশনটি সম্প্রতি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।
বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব, মাকসুদুল হক চৌধুরী, সাংবাদিক সোলাইমান, আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান, আবুল কাশেম, আশরাফ ও কবীর প্রমুখ।
মোনাজাতে এমোকোসহ আকাশ রহমানের সব প্রতিষ্ঠানের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ইঞ্জিনিয়ার আকাশ রহমান।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।