নিউইয়র্কে বাংলাদেশি-অ্যামেরিকান প্রবীণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ও কম্পিউটার শিখানোর ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। সেই সাথে মানসিক স্বাস্থ্যসেবাও দিবে সংগঠনটি।
৪ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা এসব বিষয় জানান। সংবাদ সম্মেলনে তারা জানান, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে প্রবীণদের সাধারণ কোন চাকুরি করতে হয়, যা বয়সের সাথে মানানসই নয়।
এমন পরিস্থিতিতে অনেকেই কাজ করতে সমস্যার সম্মুখীন হন। তাদের কম্পিউটার প্রশিক্ষণ দিবে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। শুধু প্রশিক্ষণ নয় প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা ও সভা-সেমিনারেরও আয়োজন করা হবে।
এসব সভা-সেমিনার প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে সেই সাথে বিভিন্ন সমস্যা সমাধানেও সহায়তা করবে। সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমরা চাই বাংলাদেশি এবং এশিয়ার নাগরিকদের উন্নয়নে কাজ করতে। বিশেষ করে প্রবীণদের জন্য।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।