Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দ্বিতীয় দফায় কাউন্সিল মেম্বার হলেন বাংলাদেশি শাহানা হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ১৪ নভেম্বর ২০২৩

দ্বিতীয় দফায় কাউন্সিল মেম্বার হলেন বাংলাদেশি শাহানা হানিফ

নিউইয়র্কের কাউন্সিল মেম্বার পদে দ্বিতীয়বারের মতো জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী শাহানা হানিফ। নিউইয়র্কের ৩৯ ডিস্ট্রিক্টের কাউন্সিল ওম্যান হিসেবে টানা দ্বিতীয় জয় পেলেন তিনি। ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দিনভর ভোটাভুটির পর প্রাথমিক গণনায় এই ফলাফল জানা যায়।

তাতে পুনর্নিবাচিত হয়ে শাহানা হানিফ তার প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভোটের স্বেচ্ছাসেবী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারাই আমার এই বিজয় সম্ভব করে তুলেছে।

নেইবারহুডের ঘরে ঘরে গিয়ে তারা এই নির্বাচনের তহবিল সংগ্রহ করেছেন, তৃণমূল পর্যন্ত প্রচার চালিয়েছেন, যাতে সিটি হলে একজন প্রগতিশীল নেতৃত্ব পাঠানো সম্ভব হয়।

শাহানা বলেন, আজ আমরা জয়ী হয়েছি এবং কমিউনিটি নিঃসন্দেহে আরও দুই বছর তাদের প্রতিনিধি হিসেবে সিটি কাউন্সিলে একজন সাহসি, প্রগতিশীল প্রতিনিধিকে দেখতে পাবেন। শাহানা হানিফ বলেন, তিন বছর আগে যখন আমি আমার প্রচারকাজ প্রথম শুরু করি, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি কমিউনিটিকে তথা গোটা সিটিকে বদলে দিতে কাজ করবো।

আর আজ আমি গর্বের সাথে বলতে চাই, আমরা সেটা করতে পেরেছি। কাউন্সিল মেম্বার শাহানা হানিফ ব্রুকলিনের ৩৯তম ডিস্ট্রিক্ট-এর একজন কাউন্সিল মেম্বার এবং কাউন্সিল ইমিগ্রেশন কমিটির চেয়ার। ব্রুকলিনের কেনসিংটনে জন্ম নেওয়া শাহানা দুই বাংলাদেশি অভিবাসীর সন্তান।

ছাত্রজীবনে ব্রুকলিন কলেজে লেখাপড়া করেন শাহানা হানিফ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ