নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির ২০২৪-২৫ বছরের জন্য কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ৪ নভেম্বর শনিবার সন্ধা সাতটায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মোহাম্মদ ভূঁইয়া।
বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও উপদেষ্টা আজহার আলী খান, নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সুজাউদ্দিন মোল্লা ও উপদেষ্টা আওকাত হোসেন খান। এর আগে ২৪ অক্টোবর জ্যামাইকার আশা হোমকেয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সোসাইটির সাধারণ সভায় নির্বাচনের তারিখ ও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
ডা. নাফিসুর রহমানকে সভাপতি ও মো. হেলাল আলম টিটুকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
আগামী ২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ছয়টায় নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, বার্ষিক নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নিউ ইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেলে কর্মরত সকল সিভিল সার্ভিস কর্মকর্তাকে সপরিবারে যোগদানের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।