Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিশিগান সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ১৪ নভেম্বর ২০২৩

মিশিগান সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি

আমেরিকার মিশিগান রাজ্যের হ্যামট্র্যামিক কাউন্সিল মেম্বার পদে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান ও মুতাহছিন রহমান সাদমান। এর মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন হাউজিং ব্যবসায়ী সাদমান।

অন্যদিকে এ নিয়ে টানা চারবার বিজয়ী হন হাসান। এবারের নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী। জয়ের দেখা পাননি বর্তমান কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী।

বর্তমানে মিশিগানের হ্যামট্র্যামিক সিটির প্রটেম মেয়রের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ হাসান। ওয়েন কাউন্টিতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোহাম্মদ হাসানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬১৮।

অন্যদিকে সিটি কাউন্সিল মেম্বার পদে ১ হাজার ২৩৮ ভোটে পেয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাহছিন রহমান সাদমান।

তবে ১ হাজার ১১৮ ভোট পেলেও জয় তুলে নিতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী। সিটি কাউন্সিলের নির্বাচনে আওতায় ৩টি পদের মধ্যে ২টিতেই বাংলাদেশি বংশোদ্ভূতদের বিজয়ে ব্যাপক উৎফুল্ল বাংলাদেশিরা। গত ৭ নভেম্বর সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ