শুধু বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সকল দেশের সড়ক দূর্ঘটনা রোধে আরো সচেতনতা দরকার। সেই সাথে সবাইকে আইন মেনে চলতে হবে। তা নাহলে দূর্ঘটনা বাড়বেই।
বাংলাদেশের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন। এছাড়া সভায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর সভাপতি শেখ ইলিয়াস হাবিব, ময়মনসিংহ জেলা সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, গোবিন্দগঞ্জ উপজেলা সমিতির সভাপতি জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সভায় নিসচা যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠন করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।