Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশ কনসুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ২০ নভেম্বর ২০২৩

বাংলাদেশ কনসুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গত ১৭ নভেম্বর এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবী ও অবৈধ তফসিলের প্রতিবাদে আয়োজিত ওই বিক্ষোভে যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র জাসাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন ভুঁইয়া, আব্দুস সবুর,  মোশাররফ হোসেন সবুজ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, মাকসুদুল এইচ চৌধুরী, সাইফুল খান হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত একতরফা তফসিল বাতিল করতে হবে। নিরপেক্ষ নির্বাচন, মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা কর্মীদের মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবীতে আগামীতেও বিক্ষোভ করার ঘোষণা দেন বক্তারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ