সম্প্রতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর নির্বাচন। ৫ হাজারেরও বেশি সদস্য বিশিষ্ট এই সংগঠনের নির্বাচনে ফিরোজ আলমগীর পরিষদ পূর্ন প্যানেলে জয়লাভ করেছে।
নির্বাচন পরবর্তী সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে সন্দ্বীপের সূর্যসন্তান গ্লোবাল পিস অ্যামব্যাসেডর ড. আবু জাফর মাহমুদ বলেছেন, বাংলাদেশিদের বহু সংগঠনের শহর নিউইয়র্কে গত ত্রিশ বছরে অনেক নির্বাচন দেখেছি, বাংলাদেশ জন্মের পর থেকে এ পযর্ন্ত সবকটি জাতীয় নির্বাচন দেখেছি।
কিন্তু সন্দ্বীপ সোসাইটির এবারের নির্বাচন সকল বিবেচনায় সব নির্বাচনের চেয়ে আলাদা। সবচেয়ে সুশৃঙ্খল, উৎসবমুখর ও সমন্বিত। গণতন্ত্র অনুশীলনের প্রশ্নে এই নির্বাচন এক দৃষ্টান্ত। এই নির্বাচনের মধ্য দিয়ে মনে হয়েছে আমার প্রিয় ভাই-বোন বংশধরেরা একটি শুধু সন্দ্বীপের মানুষ নন, তারাই বাংলাদেশ।
এই নির্বাচনে বিজয়ী ও বিজিত সবার মধ্যে যে আন্তরিকতা, ভাতৃত্ব ও একতাবদ্ধ থাকার প্রত্যয় দেখেছি, তা সত্যিই বিরল। এই নির্বাচন সবার জন্যই অনুসরনীয়।
ড. আবু জাফর বলেন, সাধারণত নির্বাচনী প্রার্থীরা একে অন্যের প্রতি নেতিবাচক বিষেদগার করেন। কিন্তু সন্দ্বীপ সোসাইটির নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে ছিল ব্যতিক্রম। এখানে কেউ কারো বিষদগার করা দূরের কথা, পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সর্বোচ্চ নজির স্থাপন করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।