যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমার মা ও সাংবাদিক ছাবেদ সাথীর শাশুড়ি হাফিজা করিম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ডিমেনশিয়াসহ দীর্ঘস্থায়ী কিডনির সমস্যায় ভুগছিলেন।
২৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার উত্তরায় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দিনাজপুরের পার্বতীপুরের প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল করিমের সহধর্মিনী ছিলেন হাফিজা করিম। তাদের দুই ছেলে ইঞ্জিনিয়ার হারিছুল আলম লাভলু ও ব্যবসায়ী মানজা-ই আরজু লিটন, চার মেয়ে নীহারিকা লুবনা পারভীন, কৌশলী ইমা, কাবেরী ইভা ও কামরুন ইলা।
২৪ নভেম্বর বাদ জোহর দিনাজপুরের পার্বতীপুরের রহমত নগরের পারিবারিক কবরস্থানে হাফিজা করিমের দাফন করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।