থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে উল্লাপাড়া সোসাইটি ইউএসএ-এর উদ্যোগে নিউইয়র্কে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নিউইয়র্কে বসবাসকারি উল্লাপাড়াবাসীর মিলন মেলায় পরিনত হয়েছিল।
২৩ নভেম্বর এস্টোরিয়ার ‘হ্যালো বাংলাদেশ’ রেষ্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক রাকিবুজ্জামান খান তনু।
পরিচালনায় ছিলেন সাবেক সাধারণ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান লিটন, বর্তমান সাধারন সম্পাদক শফিউল আলম ও মসিতুল্লাহ মাসুম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, কমিউনিটি একটিভিস্ট অধ্যাপিকা হোসনেয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, নিউইয়র্ক কাগজ ও সাপ্তাহিক আজকালের মনোয়ারুল ইসলাম, ডা. শাহনাজ আলম লিপি, ডাঃ জাহাঙ্গীর আলম, ফজলুল হক ও আবু সেলিম রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম জহির। কবিতা পাঠ করেন জাফর ইমাম। রাত ১০টা অবধি উল্লাপাড়াবাসী নেচে গেয়ে থ্যাংকসগিভিং উৎসব পালন করে। এপিটাইজার ও টার্কি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।