সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স। ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা হোটেলে। এতে নিউইয়র্কের কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট পেয়েছেন গ্লোবাল বিজনেস কনফারেন্সে অ্যাওয়ার্ড।
তাদের মধ্যে রয়েছেন—সাপ্তাহিক আজকাল সম্পাদক ও কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ, গোল্ডেনে এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ইমিগ্রান্ট হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, খলিল বিলিয়ানীর স্বত্ত্বাধিকারি খলিলুর রহমান, বিশিষ্ট রিয়েলটর আব্দুল আজিম। তারা বাংলাদেশি আমেরিকান বিলিওনিয়ার ডা. কালিপদ চৌধুরীর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে ৫০-এর অধিক অতিথি অংশ নেন। তাদের সকলকেই সম্মাননা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন শিল্পপতি কালিপদ চৌধুরী, রাজনীতিক শেখ রহমান, সাংবাদিক রোকেয়া হায়দার ও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফসহ অনেকেই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।