Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আরও ৫০০ কবর কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৯:৫২, ২৬ ডিসেম্বর ২০২৩

আরও ৫০০ কবর কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সোসাইটি

যুক্তরাষ্ট্রে দিন দিন বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। তাতে বাড়ছে কবরের প্রয়োজনীয়তা। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সভায় জানানো হয়, সোসাইটির পক্ষ থেকে আরও ৫০০ কবর ক্রয় করা হবে।

সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কুইন্স প্যালেসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রেটার নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া।

পরবর্তীতে রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন। রুহুল আমীন সিদ্দিকী জানান, সোসাইটির জন্য আরো ৫০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বর্তমানে তা প্রক্রিয়াধীন আছে। নতুন কবর ক্রয়ের জন্য আনুমানিক ৫০০ হাজার ডলার প্রয়োজন।

সোসাইটির ফান্ডে এতো অর্থ না থাকায় কমিউনিটির বিত্তবানসহ সকলকে সাধ্যমত এগিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানান। তিনি আরো জানান, ইতিপূর্বে সোসাইটির ক্রয়কৃত ৬০০ কবরের মধ্যে হাতেগোনা কয়েকটি কবর অবহৃত রয়েছে। শুধু করোনার সময় ২৭০টি কবর দেয়া হয়েছে বিভিন্ন জনকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ