নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ৯৩ আমেরিকা’র ৩০ বছর পূর্তি। গত ২৬ ডিসেম্বর নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের এই প্লাটফর্মে। এই প্ল্যার্টফর্ম বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হয়, যেখানে একত্রিত হন সংগঠনটির সদস্যরা।
সেই ধারাবাহিকতায় এবার উদযাপন করা হলো ৩০ বছর পূর্তি। অর্থাৎ, আজ থেকে ৩০ বছর আগে প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় বসেছিলেন ৯৩ আমেরিকার সদস্যরা।
তারা সেই সময়টাকে স্মরণ করলেন আনন্দ উদযাপনের মধ্য দিয়ে। জাতীয় সংগীতের পাশাপাশি সবাই মিলে সমবেত কণ্ঠে গাইলেন দেশের গান। এছাড়া অভিনয়, কৌতুক পরিবেশন, রম্য বিতর্ক, স্মৃতিচারণ মিলনমেলাটিকে দারুণ উপভোগ্য করে তুলেছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।