নিউইয়র্ক সিটির হিলসাইড অ্যাভিনিউ এবং ১৬৫ স্ট্রিটে শিশুদের মাঝে খেলনা বিতরণ করা হয়েছে। খালসা কমিউনিটি পেট্রল, ইউএনএ-ইউএসএ-এর কুইন্স চ্যাপ্টার এবং সেভ দ্য পিপল ইউএসএ যৌথভাবে এই ব্যতিক্রমী আয়োজন করেছে।
গত ২৫ ডিসেম্বর দুপুর ৪টার দিকে খেলনা বিতরণ শুরু হয়। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের খেলনা।
মূলত ক্রিসমাসের ছুটিতে দুস্থ শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছিল।
শিশুরাও খেলনা পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছে। এই আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে ছিল—টুগেদার উয়ি সার্ভ এবং ইউএনআই এনার্জি। এমন কর্মসূচি গ্রহণ করায় শিশুদের অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।