যত সময় গড়াচ্ছে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডিতে বাংলাদেশি কর্মকর্তার সংখ্যা ততই বাড়ছে। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও ৩৪ জন বাংলাদেশি পৃথিবীর অন্যতম প্রাচীণ ও শক্তিশালী এই পুলিশ বিভাগে যোগদান করলেন।
নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ২৯ ডিসেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের যোগদান সম্পন্ন হয়।
আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করানো হয়। তাদের স্বাগতম জানান নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
এ সময় তাদেরকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দেন মেয়র। নিউইয়র্ক সিটির সাড়ে আট মিলিয়ন নাগরিকের নিরাপত্তা দিতে কাজ করছেন ৩৬ হাজার পোশাকধারী এবং ১৯ হাজার সিভিলিয়ান সদস্যের সমন্বয়ে গঠিত এনওয়াইপিডি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।