বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মুসলিম রীতিনীতি অনুযায়ী ৩০ ডিসেম্বর স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতে এ বিবাহ সম্পন্ন হয়েছে। বাংলাদেশি বংশোদভূত শাহানা নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত।
এই ডিস্ট্রিক্টের এলাকাগুলো হলো—পার্কস্লোপ, ব্যরোপাক, কেনিংস্টন এবং ক্যারোল গার্ডেন। শাহানাই প্রথম বাংলাদেশি মুসলিম নারী, যিনি সিটি কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্ক স্টেটে একজন উদীয়মান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বিভিন্ন জরিপে তাকে উপস্থাপন করা হয়েছে।
সিটি কউিন্সিলে একজন পরিশ্রমী ও ইমিগ্রান্টবান্ধব নেত্রী হিসেবে ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছেন তিনি। শাহানা হানিফ বাংলাদেশে চট্রগ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য। তার বাবা মোহাম্মদ হানিফ একজন প্রবীন রাজনীতিক ও চট্রগ্রাম এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।