Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ‘বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১৫ জানুয়ারি ২০২৪

নিউইয়র্কে ‘বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ’-এর আত্মপ্রকাশ

নিউইয়র্কের জ্যামাইকায় ‘বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ’ নাম নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ৭ জানুয়ারি রাতে জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানের উপস্থিতিতে এই সংগঠনের নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত হয়েছেন মো. শামীম হাসান এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মুহাম্মদ ইসলাম। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার কমিটির সকল সদস্যদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আহবায়ক ও পরে নির্বাচিত সংগঠনের সভাপতি মো. শামীম হাসান। তিনি সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট শরাফ সরকার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বাসেত, তরুন ডেমোক্রেট নেতা, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, শাহ মোয়াল্লেম হোসাইন, লিটন চৌধুরী, ইসমাঈল হোসেন স্বপন, মিয়া ফয়েজ আহমেদ জুয়েল প্রমুখ।

বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এই সংগঠনের পথচলায় যে কোন ধরণের সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ