নিউইয়র্কের লং আইল্যান্ডে কমিউনিটি সেন্টার চালু করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। সংস্থাটি দুস্থ মানুষকে সহযোগিতা এবং তাদের সার্বিক উন্নতির লক্ষ্যে যে কার্যক্রম পরিচালনা করছে, লং আইল্যান্ডের কমিউনিটি সেন্টার মাধ্যমে সেই কার্যক্রম আরও বেগবান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৭৫ জন অতিথি অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন নিউইয়র্কের তুর্কি কনস্যুলেটের ধর্ম বিষয়ক পরিচালক আলী তোস, যিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
কাশ্মীর আমেরিকান অ্যালায়েন্সের সিইও এবং প্রতিষ্ঠাতা সাগির খান তার বক্তব্যে বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক সংহতি বৃদ্ধিতে লং আইল্যান্ডের এই সেন্টার কাজে লাগবে।
প্রসঙ্গত, ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি হলো যাকাত। আর যাকাতভিত্তিক কার্যক্রম নিয়ে এগিয়ে চলার জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এতদিনের পথচলা। পৃথিবীর বিভিন্ন অমুসলিম দেশে এ মুসলিম সংগঠনটি জরুরি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার পরিবারে জরুরি খাদ্য সরবরাহ করেছে সংগঠনটি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন হসপিটালে প্রায় দেড় লক্ষাধিক হ্যান্ড গ্লাবস সরবরাহ করেছে এই সংগঠন। যাকাত ফাউন্ডেশনের নিউইয়র্ক অঞ্চলের কার্যক্রম রীতিমত চোখে পড়ার মতো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।