যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ও আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সপ্তমবারের মতো পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আগে সংগঠনটির পক্ষ থেকে ৬ বার প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়ের জন্য এই আয়োজন করা হয়েছিল।
এ বছর রমজান উপলক্ষে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। নিউইয়র্কের উডসাইডের ৩২ এভিনিউতে অবস্থিত তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় সেই ফাইনালের দিন ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
কোরআন প্রতিযোগিতাটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ। এছাড়া ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে এবিটিভি।
এক বার্তায় বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুর রব মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশি কমিউনিটির মুসলিম ছেলেমেয়ের এই কম্পিটিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদেরকে আগামী ২৪ মার্চের ফাইনাল ও ইফতার মাহফিলে যোগদানের অনুরোধ করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।