বাংলা ভাষার বরেণ্য সাহিত্যিক ও কবি কাজী জহিরুল ইসলাম বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন। ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হাসপাতাল ছাড়ার কয়েক ঘণ্টা আগেও তিনি আইসিইউতে ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। গুরুতর অসুস্থ হওয়ার পর দেশে-বিদেশে থাকা কবি কাজী জহিরুল ইসলামের গুণগ্রাহীরা তার জন্য বিশেষভাবে দোয়া করেছেন।
নিউইয়র্কে আন্তর্জাতিক মেডিটেশন সেন্টার ও পিস অর্গানাইজেশন শ্রী চিন্ময় সেন্টারের কর্তৃপক্ষ তার রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।
নিউইয়র্কের বাঙ্গালী কমিউনিটির মাঝে অত্যন্ত প্রিয় কবি কাজী জহিরুল ইসলাম। জাতিসংঘে কাজ করার সুবাদে তিনি চষে বেড়িয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজের চোখে দেখা পৃথিবীর তাবৎ সৌন্দর্য ফুটে উঠেছে তার লিখায়। তার লিখার বিষয়বস্তু মর্মবেদনা, দুঃখ-কষ্ট আর আনন্দের উচ্ছ্বাস।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।