জাতিসংঘের উদ্যোগে ওয়ার্ল্ড ইন্টারফেইথ হারমনি উইক-২০২৪ উদযাপন করা হয়েছে। সম্প্রতি জাতিসংঘ সদর দফতরে আন্তঃধর্মীয় সম্প্রীতিবিষয়ক বিভিন্ন আলোচনা সভা ও সেশনের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
এর মধ্যে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা ও ইন্টারফেইথ লিডারদের নিয়ে ২৭ ডিসেম্বর গুরুত্বপূর্ণ একটি সেশন অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল—ওভারকামিং হেইট, রিচিং এক্রোস দ্য ডিভাইড টু দ্য আদার পিচ বিল্ডিং অ্যাট দ্য গ্রাসরুটস লেভেল।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনাইটেড আফ্রিকান কংগ্রেসের প্রেসিডেন্ট গর্ডন ট্যাপার। আন্তঃধর্মীয় প্রার্থনা আর ভক্তিমূলক গানের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
ধর্মীয় সম্প্রীতি নিয়ে আলোচনায় অংশ নেন নিউজার্সির সেন্ট অ্যাঞ্জেলস এপিসকোপাল চার্চের দায়িত্বশীল রেভারেন্ড পল উন, নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম শামশি আলী, বুদ্ধাস লাইট ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের ভ্যানারেবল ইউ লিন, শিক্ষাবিদ ও কমিউনিটি অরগানাইজার তাহিলা মিন্টজ, আরেয়া সমাজ সেন্টারের হিন্দু প্রতিনিধি পারি রানা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।