Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রমজান উপলক্ষে সেভ দ্য পিপলের উদ্যোগে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ১৫ মার্চ ২০২৪

রমজান উপলক্ষে সেভ দ্য পিপলের উদ্যোগে খাদ্য বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন, মসজিদ ও ইসলামিক সেন্টারের পক্ষ থেকে দুস্থদের খাবার বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছে কমিউনিটির সুপরিচিত সংগঠন মেট কাউন্সিল ও সেভ দ্য পিপল।

সম্প্রতি রোজা শুরুর প্রাক্কালে দারুল উলুম নিউইয়র্ক মসজিদ ও মাদ্রাসার সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যতালিকায় ছিল বিভিন্ন গ্রোসারি পণ্য।

খাবার বিতরণের এই আয়োজনে সহযোগিতা করেছে নিউইয়র্কের কুইন্স ইমাম কাউন্সিল। খাদ্যসামগ্রী পেয়ে আয়োজক সংগঠন ও ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা। অন্যদিকে, মেট কাউন্সিল ও সেভ দ্য পিপলের দায়িত্বশীলরা বলছেন, আগামীতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চান। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ