![নিউইয়র্ক স্টেট প্রাইমারি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান নিউইয়র্ক স্টেট প্রাইমারি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান](https://www.channel786.com/media/imgAll/2021May/Web-Watermark-2403240803.jpg)
নিউইয়র্কে শুরু হয়েছে ভোটের আমেজ। আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে স্টেট প্রাইমারি নির্বাচন। তার আগেই আগাম বা অগ্রীম ভোট শুরু হয়ে গেছে ২৩ মার্চ থেকে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।
এই নির্বাচনে সব ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর এবং পিপল ইউনাইটেড প্রোগ্রেস এর সভাপতি ড. আবু জাফর মাহমুদ। বিশেষকরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির ভোটারদের ভোটকেন্দ্রে যেতে অনুরোধ করেছেন।
কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো দাবি আদায়ে ভোট হলো অন্যতম অস্ত্র। নিউইয়র্ক স্টেট প্রাইমারি নির্বাচনের ভোট প্রদানের জন্য আগে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করতে হবে elections.ny.gov/OnlineVoterReg.html এই ঠিকানায় গিয়ে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।