মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা তথা মুনার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি পক্ষ অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ মে বাদ আসর ব্রুকলিনের বায়তুল মা’মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ বলেছেন, ফিলিস্তিনিদের উপর পাশবিক ও নিষ্ঠুর হত্যাকান্ড দেখে মনে হচ্ছে বিশ্ব মানবতা আজ ভুলন্ঠিত। তাই বিশ্ব বিবেককে ফিরিয়ে আনতে হলে ইসলামের সার্বজনীন সৌন্দর্য্য ও দ্বীনের দাওয়াতকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সংগঠনটির দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মুনা নিউইয়র্ক নর্থ ও সাউথ জোনের সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ ও মুনা ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ আবু উবায়দা।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুনার সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ ও শূরা সদস্য মোশাররাফুল মাওলা সুজন।আরো বক্তব্য রাখেন সাউথ জোন প্রেসিডেন্ট শাফায়াত হোসেন ও মুনা নর্থ জোন প্রেসিডেন্ট রাশেদুজ্জামান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।