নিউইয়র্কে যাত্রা শুরু করলো ‘কাহিনা’ নামে একটি পোশাকের দোকান। দক্ষিণ এশীয় পোশাকের বিপুল সমাহার নিয়ে গত ২৫ মে এটি যাত্রা শুরু করেছে। নিউইয়র্কের এন্ডিকটের ওয়াশিংটন এভিনিউতে এর অবস্থান।
উদ্বোধনী দিনে ছিল ব্যাপক আয়োজন। দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে অনুষ্ঠান। আগত অতিথিরা কাহিনার জন্য শুভকামনা জানান। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মানিত ক্রেতাদের জন্য একটি বিশেষ ছাড় দেওয়া হয়।
সকল পোশাকের ওপর ১৫-২৫ পার্সেন্ট ছাড় দেওয়া হয় ২৫ ও ২৬ মে’র জন্য। পরবর্তীতেও নানা অফার দিয়ে ক্রেতাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সুবিশাল পরিসর নিয়ে চালু করা এই প্রতিষ্ঠানে পুরুষ ও নারীর পাশাপাশি শিশুদের পোশাকেরও যাবতীয় কালেকশন রয়েছে।
বিয়ের জন্য আলাদা বিশেষায়িত পোশাকও রয়েছে কাহিনাতে। আছে গয়নাও। এসবের পাশাপাশি ওয়েস্টার্ণ কালচারের পোশাকও অ্যাভেইলেবল। কাহিনার মালিক তালহা ইয়ামিন সবাইকে বিশেষকরে বাংলাদেশি কমিউনিটিকে তার প্রতিষ্ঠানে স্বাগত জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।