নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক আকবর হায়দার কিরণ। সাংবাদিকতার পাশাপাশি লিখে আসছেন প্রবন্ধ-নিবন্ধ আর কবিতা। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে কাজ করেছেন বহু বছর।
এসব লেখালেখি ও সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে জীবনে নানা দিক বিশেষ করে প্রবাস জীবনের ঘটনা-স্মৃতি তুলে ধরেছেন তার লেখায়। সেই লেখা নিয়ে প্রকাশিত ‘নিউইয়র্কে ৩০ বসন্ত’ ও ‘লস্ট ইন সুইট ড্রীমস’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গত ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।
আলোচনায় অংশ নেন অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক, শিশু সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী, সময় প্রকাশনীর প্রধান ফরিদ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এয়াজিব মন্ডল, প্রচ্ছদ শিল্পী রাগীব আহসান, প্রবীণ সাংবাদিক কাজী রফিক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক, শোটাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক ও সাংবাদিক শিব্বির আহমেদ। আকবর হায়দার কিরণ তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার অনুপ্রেরণা, ভালোবাসা নতুন বই প্রকাশে তাকে উৎসাহিত করবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।