Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মুনা সোশ্যাল সার্ভিসে যুক্ত হলো বিশালাকার ট্রাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ১৫ জুন ২০২৪

আপডেট: ০২:৫৩, ১৫ জুন ২০২৪

মুনা সোশ্যাল সার্ভিসে যুক্ত হলো বিশালাকার ট্রাক

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা মুনা সোশ্যাল সার্ভিস। মূলত এই শাখাটি চ্যারিটি সংস্থার মতো কাজ করে থাকে। মুনা সোশ্যাল সার্ভিসের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

দিনে দিনে এর পরিধি বাড়তে থাকে। সপ্তাহের ৬ দিনই নিউইয়র্ক সিটির বিভিন্ন স্পটে মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সেই প্রেক্ষিতে এবার মুনা সোশ্যাল সার্ভিস একটি বড় ট্রাক ক্রয় করেছে।

কর্মকর্তারা এটিকে মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। কারণ এর মাধ্যমে খাবার বিতরণ অনেক সহজ হয়ে যাবে।

মুনা সোশ্যাল সার্ভিসের পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর কবির চ্যানেল-৭৮৬ কে জানান, ১৯টি স্পটে সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন খাবার বিতরণ করা হয়। আর মাসে দুই-একবার বিতরণ করা হয়, এমন অস্থায়ী স্পট রয়েছে ১০টি।

এতদিন ট্রাক ভাড়া করে খাবারগুলো ডোনারদের কাছ থেকে নিয়ে আসা হতো। এখন নিজেদের ট্রাক হওয়ায় ভাড়ার বড় অংকের টাকা বেঁচে যাওয়ার পাশাপাশি বেঁচে যাবে সময়।

ড. জাহাঙ্গীর কবির আরও জানান, নগদ ১ লাখ ৪০ হাজার ডলার খরচ করে ট্রাকটি কেনা হয়েছে। এখন মুনা সোশ্যাল সার্ভিসের কর্মপরিধি আরও বাড়ানো যাবে। খাবার বিতরণ করা যাবে আরও সুশৃঙ্খলভাবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ