নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। ৩০ জুন সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহনের শেষদিন। ৮ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে ক্লাবের মোট সদস্য সংখ্যা ১৩৩ জন।
এই ক্লাব যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম লায়ন্স ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪—২০২৫ সালের জন্য কমিটি গঠিত হবে। ২৬ জুন বুধবার সংগঠনের সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়।
এতে সভাপতিত্ব করেন সভাপতি শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক জেএফএম রাসেল।
বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন আহসান হাবিব, মোহাম্মদ সাইয়িদ, এফইএমডি রকি মোহাম্মদ আজাদ, হাসান জিলানী, এস আলম, আকাশ রহমান, অনিক রাজ, আব্দুর রশীদ, আবুল কাশেম, এএসএম উদ্দীন পিন্টু, আহমেদ সোহেল, মশিউর রহমান মজুমদার, সেজার রহমান, গোলাম হায়দার মুকুট, কামরুল ইসলাম, জাকির হোসেন ও মনোয়ারুল ইসলাম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।