Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ফ্রেশ বেকারীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০, ১০ জুলাই ২০২৪

জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ফ্রেশ বেকারীর উদ্বোধন

জ্যাকসন হাইটসের বাংলাদেশী-আমেরিকান ব্যবসার মুল কেন্দ্র ৭৩ ষ্ট্রীটের বাংলাদেশ প্লাজার নিচের তলায় শুভ উদ্বোধন হয়েছে অত্যাধুনিক ফ্রেশ বেকারীর।

৫ জুলাই বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বেকারী সামগ্রীর স্বাদ ও গন্ধে ভরা ফ্রেশ বেকারী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্লাজার সত্তাধিকারী মিনা ফারাহ ও তাঁর কন্যা মৌসুমী, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের বোর্ড অফ ট্রাষ্ট্রির চেয়ারম্যান এম আজিজ, সিটি মেয়রের প্রতিনিধি মিসেস প্যাট্রেসিয়া, ফ্রেশ বেকারীর সত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ আজম ও নাহিদ খান।

তাঁরা উভয়ে একটি অত্যাধুনিক বেকারীর মাধ্যমে সবসময়ে সুলভে রুচিসম্মত, তাজা ও সুস্বাদু বেকারী সামগ্রী যেমন পাউরুটি, নানা স্বাদ ও আকারের কেক, চিকেন ও বীফ প্যাটিস, নানা স্বাদের বিস্কুট, ক্রয়সেন্ট, মিষ্টি পরিবেশনের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সেই সাথে থাকবে চা কফি ও বাবল টি। তাঁরা সর্বস্তরের বাংলাদেশী ভাইবোনদের দোয়া ও পৃষ্ঠপোষকতা আশা করছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ