ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট দক্ষিণ সুরমাবাসীর বার্ষিক বনভোজন ও মিলনমেলা।
৭ জুলাই অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্ক ও নিউজার্সীতে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকার সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর ফেরী পয়েন্ট পার্কে আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য সব আয়োজনে।
বনভোজনে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক সিলেট দক্ষিণ সুরমাবাসী যোগ দেন। বনভোজনটি পরিনত হয় সিলেট দক্ষিণ সুরমাবাসীর মিলন মেলায়। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধূলা।
পুরুষ-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। নানা উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যা ফেল ড্র। বনভোজন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রযায ফেল ড্র-এর অর্থ সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে প্রেরণ করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।