ভেদাভেদ ভুলে নিউইয়র্কে বসেছিল মুন্সীগঞ্জ বিক্রমপুরবাসীর মিলনমেলা। ৭ জুলাই তাদের বার্ষিক বনভোজন হয় নিইউয়র্কের কর্টন পয়েন্ট পার্কে। হাডসন নদীর পাশে ছায়াঘেরা স্নিগ্ধ এক সবুজ পরিবেশ যেন আপন করে নিয়েছিল এসব বাঙালিদের।
আর তাই তো প্রায় ছয়শত অতিথি মেতেছিলেন আনন্দে । বিপুল উৎসাহ–উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে দিনটি পার করেন সবাই। বনভোজনে ছিল নানান আয়োজন।
ছিল শিশুদের মার্বেল বাছাই, বয়স ভিত্তিক ১০০ মিটার দৌড়, মহিলাদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া ছিল মহিলাদের পিলোপাস, পাতিল ভাঙা, যেমন খুশি তেমন সাজো এবং অন্যান্য খেলা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই।
প্রধান আকর্ষণ হিসেবে ছিল র্যাফেল ড্র। সোনার গহনা, আইফোন, ল্যাপটপ, টিভি সহ আরও অনেক পুরস্কার! এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয় সম্মাননা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।