সম্প্রতি ইন্তেকাল করেছেন উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। তার রুহের মাগফেরাত কামনায় নিউইয়র্কে ইসালে সাওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এশা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে জ্যামাইকার ৮৭-৪১ ১৬৫ স্ট্রিটে অবস্থিত ইলহাম একাডেমি ক্যাম্পাস হলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার মসজিদুল মোমেনিন-এর ইমাম ও খতিব আব্দুল হাকিম আজাদী।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের আহলুল বাইত মিশন মসজিদের ইমাম ও খতিব ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আব্দুস ছাদিক, ওজনপার্কের ফুলতলী জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল বাতেন, মসজিদুল ইনসান-এর ইমাম ও খতিব মাওলানা শাকেরুর রহমান বেগ, আর রহমান জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আলী এবং নিউইয়র্কের দারুস সুন্নাহ-এর প্রিন্সিপাল মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী।
ইসালে সাওয়াব ও দোয়া মাহফিলটির অন্যতম আয়োজক মুহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে ধর্মপ্রাণ প্রবাসীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।