যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ আগস্ট রোববার এই মিলনমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ফার্মিংডেলে অবস্থিত বেথপেজ স্টেট পার্কে।
সংগঠনের সভাপতি মো. আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক রনি সরকার এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ এক বার্তায় যুক্তরাষ্ট্রে বসবাসরত নেত্রকোনা জেলাবাসীকে এই বনভোজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে র্যাঅফেল ড্র ও বিভিন্ন খেলাধুলা। এছাড়া সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করবেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।