Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দারুল উলুম নিউইয়র্কের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আরশাদ মাদানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৩, ৭ আগস্ট ২০২৪

দারুল উলুম নিউইয়র্কের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আরশাদ মাদানী

আমিরুল হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট, দারুল উলুম দেওবন্দের প্রধান, রাবেতা আল ইসলামি আল্লামা হাফেজ সাইয়্যেদ আরশাদ মাদানি যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন। কমিউনিটির স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কের আমন্ত্রণে তিনি নিউইয়র্কে পা রেখেছেন।

জানা গেছে, এই সফরে নিউইয়র্কের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামিক সেন্টার পরিদর্শন করবেন তিনি।

প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। প্রসঙ্গত, আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানির ছেলে। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বজুড়ে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। ২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ