১০ নভেম্বর সন্ধ্যায় কুইন্স-জ্যামাইকার একটি রেস্তোরায় বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স ‘বিডিআমরা’ এর আহ্বানে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন উত্তর বিজয়ী উদযাপন পার্টি আয়াজনের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট রিয়েলটর ও প্রবীণ কমিউনিটি এক্টিভিষ্ট নাসির আলী খান পল।
অন্যান্যদের মধ্যে প্রিয়তোষ দে, আজাদ আহমেদ, ইমাম কাজী কায়্যূম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, নিউইয়র্কে বিডিআমরার ট্রাম্প ভিক্টোরি পার্টি উদযাপিত হবে আগামী ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭ঃ০০ টায়। স্থান উডসাইডের কুইন্স প্যালেস।
প্রাথমিকভাবে এতে ব্যয়েরও একটি বাজেট ধরা হয়। কমিউনিটির বিশিষ্টজনেরা নিজ নিজ ব্যবসার নামে স্পন্সর করতে পারবেন কিংবা ব্যক্তিগত সৌজন্যে অনুদান দিয়ে স্বেচ্ছায় যুক্ত হবার পথও খোলা রাখা রয়েছে।
অনুষ্ঠানে সকল বাংলাদেশীদের জন্য আগে আসলে আগে বসবেন ভিত্তিতে আয়োজন করা হলেও সীমিত বিশেষ আসনের সুযোগ নিতে আগ্রহীদেরকে সরাসরি পল খানের সাথে ৩৪৭-২৪৮-৫২৬৪ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে নিউইয়র্কের মূল ধারার আমেরিকান রিপাবলিকান নেতৃবৃন্দ ও অন্যান্য ভিআইপিগন অংশগ্রহণ করবেন। এর আগে তাৎক্ষণিক ভাবে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের পরের দিন বুধবার ৭ নভেম্বর জ্যাকসনহাইটসের একটি পার্টি হলে।
এতে বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকানরা একই ছাদের নিচে জডো হয়ে বিজয়োৎসবে মেতে উঠলেও সবাইকে নিয়ে আরো বড় করে একটি বিজয়ী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই ভিক্টোরী পার্টির আয়োজন করা হয়েছে বলে পল খান জানান।
উল্লেখ্য যে, প্রায় ৮ বছর আগে বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকানসদের একটি প্লাটফর্মে নিয়ে এসে একই সাথে কাজ করার জন্য বিডিআমরা বা বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকানস এলায়েন্স নামের এই সংগংগঠনটি শুরু করেন উত্তর আমেরিকায় বাংলাদেশী-আমেরিকানস কমিউনিটির প্রবীণ একটিভিষ্ট নাসির আলী খান পল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।