Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সঙ্গে প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ৪ ডিসেম্বর ২০২৪

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সঙ্গে প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-এর চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ১ ডিসেম্বর নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে অবস্থিত মামা’স পার্টি হলে অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এডভোকেট তাজুল গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন গণহত্যার বর্ণনা দেন। সর্বশেষ জুলাই গণহত্যার অত্যন্ত নিষ্ঠুরতম কিছু হত্যাকান্ডের ঘটনা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তাকে ধরে নিয়ে বিভিন্ন সময় যে নির্যাতন করা হয়েছিল, তার পাশাপাশি গুম করার রোমহষর্ক বর্ণনা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। যারা নিরপরাধ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মিনা ফারাহ, এটর্নি মঈন চৌধুরী, ড্রাম এর পরিচালক কাজী ফওজিয়া, ডা. আবু হক, অনিকা হক, যেকব মিল্টন, তরিকুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর আলম, সোহেল হোসেন, আজহারুল হক মিলন, করিম চৌধুরী প্রমুখ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ