নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কের লিডারশিপ প্রোগ্রামের আওতায় সেলফ ডিফেন্সের ওপর বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর জ্যামাইকার হিলসাইডে অবস্থিত প্রতিষ্ঠানটির ভবনে এই ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
অনাকাঙ্খিত সময়ে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের রক্ষা করবে, সে বিষয়ে দারুল উলুমের ছাত্রদের নানা কৌশল বাতলে দিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকরা।
এতে সহযোগিতা করেছে সেভ দ্য পিপল এবং মালিকাহ। সময়পযোগী এবং গুরুত্বপূর্ণ এই ক্লাস করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বিরতিতে এসব এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির আয়োজন করা উচিত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।