আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক।
২০২৫-২৬ মেয়াদে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত ওসমান রচি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান মজুমদার। সাধারণ সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর মনজুরুল হক সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং মশিউর রহমান মজুমদার কোষাধ্যক্ষের প্রতিবেদন দাখিল করেন।
সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন। পরে ১৬ জন সাংবাদিককে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।